বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যবস্থা নেওয়া হবে টাঙ্গাইল আওয়ামী লীগের সেই দুই নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সমাবেশে হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্পৃক্ততা পাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। জাতীয় নির্বাচনের আগেই দল থেকে তাদের বহিষ্কারের দাবি ওঠেছে। জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে ২০ অক্টোবর জনসভার আয়োজন করে গোপালপুর থানা আওয়ামী লীগ। এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডা. দীপু মণি ও স্থানীয় এমপি খন্দকার আসাদুজ্জামান উপস্থিত থাকার কথা। কিন্তু ১৯ অক্টোবর রাতে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু এবং টাঙ্গাইল জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানভীর ইসলাম ওরফে ছোট মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী সভাস্থলে তাণ্ডব চালায়। এ সময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ ীয় আওয়ামী লীগ ওই জনসভা স্থগিত করে ঘটনা তদন্তের নির্দেশ দেয়। ইতিমধ্যে তদন্ত কমিটি ঠান্ডু ও ছোট মনিরকে দায়ী করে প্রতিবেদন কেন্দে  পাঠিয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ ীয় পর্যায়ে আলোচনা হয়েছে।

সেখানে জাতীয় নির্বাচনের আগেই ঠান্ডু ও ছোট মনিরকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানাগেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জনতা ব্যাংকের চাঞ্চল্যকর ৫ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ‘খলনায়ক’ ইউনুস বাদলের অর্থে দলীয় মনোনয়ন কেনার ঘোষণা দিয়ে বিতর্কে আসেন ঠান্ডু। এছাড়া ছোট মনিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর