বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুলনায় সংবাদ সম্মেলন

পুরনো চেহারার নির্বাচনী শঙ্কায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ, গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি, বিতর্কিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা ও ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে খুলনায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানান মহানগরী বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, পুরনো চেহারার নির্বাচনে ভোট ডাকাতির একই শঙ্কায় রয়েছে বিএনপি। মাত্র ছয় মাস আগে খুলনায় বিতর্কিত সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করা সেই একই নির্বাচন কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার ও পুলিশের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সিটি নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা নিজেরা ব্যালট কেটে ভোট দিয়েছেন, তাদের তালিকা করা হয়েছে। এবারের নির্বাচনে ওইসব পুলিশ কর্মকর্তাকে ভোট প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। এ ছাড়া নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা ও বিতর্কিত ব্যক্তিকে ভোট গ্রহণের কাজে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ না করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তুলতে প্রতীক বরাদ্দের আগে মিছিল-শোডাউন ও মোটরসাইকেল মহড়া বন্ধ, পাড়া-মহল্লায় দলীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

একইসঙ্গে অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন নির্বাচন কমিশনারকে এই বিভাগের হেডকোয়ার্টারে রেখে নির্বাচন তদারকির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মহানগরী বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, মোল্লা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, স ম আবদুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এস এম আসাদুজ্জামান মুরাদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর