বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সফলতা

স্বপ্ন এখন বিশ্বজয়ের

জুবায়ের মাহমুদ, শাবি

প্রোগ্রামিং বিশ্বের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (এসিএম আইসিপিসি) ঢাকা সাইটে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ প্রোগ্রামার। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার, জুবায়ের আরাফ, অভিষেক পাল। তিনজনের স্বপ্ন একই। আসন্ন ২০১৯ সালের এপ্রিলে পর্তুগালে অনুষ্ঠিত হবে ‘এসিএম আইসিপিসি’র ওয়ার্ল্ড ফাইনালে এশিয়া রিজিওনে চ্যাম্পিয়ন হওয়া। এর আগে ওয়ার্ল্ড ফাইনালে শাবির শিক্ষার্থীরা ছয়বার গেলেও সর্বোচ্চ সাফল্য পায় ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৫৬তম হওয়া। তবে এবার সবকিছুকে ছাপিয়ে সাউথ এশিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান তিন প্রোগ্রামার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি টিমকে হারিয়ে গত ১০ নভেম্বর ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢাকা সাইটের প্রতিযোগিতায় ফাইনালে চ্যাম্পিয়ন হয় শাবির ‘সাস্ট ডেসিফ্রেডর’। ২৯৮টি টিমের মাঝে শাবির টিমই একমাত্র ছয়টি সমস্যার সমাধান করতে পেরে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে পাঁচটি করে সমাধান করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি টিম। এর মধ্যে শাহজালাল ও বুয়েটের দুটি দলই পর্তুগালে ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। শাবির এই তিন প্রোগ্রামারের দলের প্রতিটি সদস্যের প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসা ও ঝোঁক স্কুল-কলেজে পড়াশোনা করার সময় থেকেই। শাবির সিএসই’র ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ এই দলের দলনেতা। যিনি ২০১৮ সালের ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করেছেন। মওদুদ বলেন, বুয়েটের শিক্ষার্থী বড়ভাই মাহফুজ আহমেদ খানের হাত ধরে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয় তার। ভবিষ্যতে গুগল কিংবা ফেসবুকে কিছুদিন চাকরি করে দেশে ফিরে তরুণদের নিয়ে দেশের তথ্য-প্রযুক্তি উন্নয়নে কাজ করতে চান তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর