Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ নভেম্বর, ২০১৮ ২৩:৪৭
রেস্টুরেন্টের ফ্রিজ ভর্তি পাখির মাংস
দুইজনকে সাজা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে রেস্টুরেন্টের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ অতিথি পাখির মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করে তিনমাস করে জেল দেওয়া হয়েছে। গতকাল দুপুরে এ অভিযান চালানো হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী জানান, নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযানকালে রান্না করা ও ফ্রিজে বিপুল পরিমাণ অতিথি পাখির মাংস পাওয়া যায়। এ সময় রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করা হয়। অভিযানকালে র‌্যাব ও বনবিভাগের কর্মকর্তা এবং পরিবেশ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow