Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ নভেম্বর, ২০১৮ ২৩:৪৮
গফরগাঁওয়ে যুবলীগ নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়ন যুবলীগ নেতা বদরুলকে (৪০) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে। পরে বিকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঁজানা গেছে, সোমবার দুপুরে  কান্দিপাড়া বাজারে মনোনয়ন প্রত্যাশী ড. আবুল হোসাইন দীপুর পোস্টার লাগান বদরুল। সেদিনই সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে। এরপর পিটিয়ে তাকে আহত করা হয়। এভাবে এক ঘণ্টা নির্যাতনের পর স্থানীয়রা বদরুলকে উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে নিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই পাতার আরো খবর
up-arrow