বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গায়েবি মামলার দ্বিতীয় তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে রাজনৈতিক ‘গায়েবি মামলা’র দ্বিতীয় তালিকা দিল বিএনপি। গতকাল বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মোট ১ হাজার ২টি মামলার এ তালিকা পৌঁছে দেন। এর আগে ১ নভেম্বর প্রথম দফা সংলাপের পর বিএনপির পক্ষ থেকে ‘গায়েবি মামলা’র একটি তালিকা সরাসরি দেওয়া হয় প্রধানমন্ত্রী   শেখ হাসিনাকে। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে দুই দফায় সংলাপে বিরোধী দলের নেতা-কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার, মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি না করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরও দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অব্যাহত রয়েছে বলে অভিযোগ করে বিএনপি। তাইফুল ইসলাম টিপু বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিসহ গায়েবি মামলার আংশিক তালিকা তিনি জমা দিয়েছিলেন। গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে গায়েবি মামলার তালিকা চান। প্রধানমন্ত্রীকে দেওয়া তালিকার সঙ্গে বিএনপির চিঠিতে বলা হয়, কয়েক বছর ধরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব মামলা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর