বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে আয়কর মেলায় উৎসবের আমেজ

দ্বিতীয় দিনে জমা ৫৫১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর আমেজে সারা দেশে আয়কর মেলাগুলোতে গতকাল ৬৫ হাজার ৫০ জন করদাতা রিটার্ন দাখিল করে সরকারি কোষাগারে আয়কর জমা দিয়েছেন ৫৫১ কোটি ১৫ লাখ ২০ হাজার ৩৯৮ টাকা। আর দ্বিতীয় দিনে মেলায় আসেন ২ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন করদাতা ও সেবা প্রার্থী। এ ছাড়া নতুন করদাতা শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৯২২ জন। এই তথ্য এনবিআরের। এদিকে কর প্রশাসনের সব সেবা একসঙ্গে মেলা প্রাঙ্গণে পেয়ে স্বাচ্ছন্দ্যে আয়কর জমা দিতে পারায় মুগ্ধ করদাতারা। রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করদাতা ও সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় ছিল। অধিকাংশ করদাতাই আসেন হয় রিটার্ন দাখিল করতে, নয় নতুন ই-টিআইএন নিয়ে আয়করের খাতায়ও নাম লেখাতে। আয়কর মেলার স্টলে স্টলে নারী-পুরুষ করদাতাদেরই রিটার্ন ফরম পূরণ করতে ব্যস্ত দেখা যায়। এর পাশাপাশি মেলা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ফিন্যান্স এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ জন শিক্ষার্থী বিজয়ী হন। তাদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর প্রদানে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। উৎসবের আমেজে মানুষ দলে দলে মেলায় রিটার্ন জমা          দিচ্ছেন। কোনো রকম হয়রানি ছাড়াই নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে রিটার্ন জমা দিয়ে রশিদ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২-৩ বছরে রাজস্ব আদায়ে আমূল পরিবর্তন আসবে। জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর আয়োজিত দেশজুড়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা গত ১৩ নভেম্বর শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।

 রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন এবং ৭০টি উপজেলায় এক দিনব্যাপী আয়কর মেলা হচ্ছে। গতকাল দ্বিতীয় দিনে দেশের ৮টি বিভাগ, ৩৫টি জেলা এবং ১৯টি উপজেলাসহ মোট ৬২টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই মেলা চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর