বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তার চাদরে রংপুর, ৩২ পয়েন্টে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অপরাধী শনাক্তকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ ৩২টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে এগারোটায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কন্ট্রোল রুমে প্রযুক্তিনির্ভর এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এ সময় মেয়র বলেন, রংপুর মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আপাতত ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ মাসের মধ্যে আরও ৬৮টি ক্যামেরা স্থাপন করা হবে। এতে করে ২০৩.৫ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই সিটি করপোরেশন এলাকার অপরাধ নিয়ন্ত্রণসহ চুরি, ছিনতাই, ডাকাতিসহ সংঘটিত বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে সিসিটিভির ফুটেজের মাধ্যমে শনাক্ত করা সহজ হবে। আরপিএমপি কমিশনার বলেন, আমরা সিটির আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ থেকে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করছি। যৌথভাবে শুরু হওয়া কাজের ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। এ আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর সেকেন্দার আলী, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিশনাল ডিআইজি) মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স)  আবদুল্লাহ্-আল-ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর