বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছাদ থেকে খেলতে খেলতে নিচে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

‘তুমি আমাকে ছাড়া কীভাবে থাকবে, আমি দাদার সঙ্গে গিয়ে থাকব।’ মৃত্যুর আগে মায়ের কাছে একমাত্র শিশু সন্তান মিনহাজ (৩) বলেছিল এ কথা। মিনহাজের মা নাসরিন আকতার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিলাপ করে বলছিলেন, গত ৪০-৪২ দিন আগে তার দাদা আশরাফ খান পাঠান মারা যান। 

গতকাল বিকালে পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের একটি ৭তলা ভবনের ছাদ থেকে খেলতে খেলতে নিচে পড়ে শিশু মিনহাজ মারা যায়। প্রথমে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শিশুটির মা আরও বলেন, ঘটনার সময় আমি ছেলেকে রেখে ঘরে নামাজ পড়ছিলাম, নামাজ শেষে বের হয়ে তাকে আর দেখছিলাম না। পরে দেখি দরজা খোলা, ভাবলাম- হয়তো সিঁড়ি দিয়ে নিচে গেছে, পরে তাকে খুঁজতে খুঁজতে নিচে গিয়ে দেখতে পাই সে নিচে পড়ে গেছে।

ঢামেক সূত্র জানায়, শিশুটি নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিজান পপুলার ফার্মাসিটিকেল কোম্পানিতে চাকরি করেন।

সর্বশেষ খবর