বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষাভিত্তিক সংগঠন ‘মুুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস’। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমেদ আরিফ, যুগ্ম আহ্বায়ক রায়হান ওয়াজেদ, সদস্য সাব্বির আহমেদ প্রমুখ। লিখিত বক্তব্যে ফারুক আহমেদ বলেন, চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৮৮১ জন। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ । এদের মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

 তাই এ দেশের নির্বাচনী প্রেক্ষাপটে তরুণ সমাজ নিয়ামকের ভূমিকা পালন করে। তাদের কথা নতুন করে ভাবনার অবকাশ আছে।

সর্বশেষ খবর