শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশৃঙ্খলাকারীদের পরিচয় প্রকাশ করুন

——— রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিএনপি অফিসের সামনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে- তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশের দাবি জানান।

গতকাল পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়েজোঁ কমিটির সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন নির্বাচনকে বানচাল করতে এবং নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আর এ ব্যাপারে জাতীয় পার্টি সর্বিক সহায়তা করবে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম  সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেণ্টু, বিএনএ মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বিএনএ প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসাইন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর