শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন গতকাল ৪৯তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বাঞ্ছারামপুর শাখা ব্যবস্থাপক খোকন চন্দ্র কর্মকার। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাইমুন কবির, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ। প্রধান অতিথি খোকন চন্দ্র বলেন, ‘বাংলাদেশে কোথাও সুদ-সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করে বলে আমার জানা নেই। বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের মতো হৃদয়বান লোক বাঞ্ছারামপুরে জন্ম নিয়েছেন বলেই বাঞ্ছারামপুরের হতদরিদ্ররা এ সুবিধা পাচ্ছে। আমি অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দিয়ে যাচ্ছি। এই ঋণ দেওয়ার উদ্দেশ্য একটাই বাঞ্ছারামপুরকে দারিদ্র্যমুক্ত করা।’ বক্তৃতা শেষে ৪২৩ জন হতদরিদ্রের মধ্যে ৪০ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে পুরনো ৩৪৯ ঋণগ্রহীতা ১০ হাজার করে এবং নতুন ৭৪ জন সাত হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। ঋণ গ্রহণের তিন মাস পর হতে কিস্তি আদায় শুরু হয়। গ্রহীতা মারা গেলে ঋণ সম্পূর্ণ মওকুফ হয়ে যায়। ২০০৫ সালে মূলধন ছিল এক কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। ঘূর্ণায়মান পদ্ধতিতে বর্তমানে তা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯ লাখ টাকার বেশি। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ৩২ পেশায় বিনিয়োগ করে ১৭ হাজার ৯৭ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোক স্বাবলম্বী হয়েছেন।

সর্বশেষ খবর