শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পরিত্যক্ত ব্যাগে জীবিত নবজাতক পরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে একটি পরিত্যক্ত কাপড়ের ব্যাগের ভিতর থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়। গতকাল সকালে উদ্ধার ওই নবজাতক ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, নবজাতকটি কোনো ক্লিনিকে জন্ম নেয়। কারণ তার নাভিতে ক্লিপ দেখা গেছে। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ছুড়ে ফেলার কারণে এ আঘাত পেয়ে থাকতে পারে। নবজাতকটি মাতৃগর্ভে ২২ থেকে ২৪ সপ্তাহ ছিল। তার ওজন ৭৯০ গ্রাম। হাসপাতালে নিয়ে আসা স্বামীবাগের বাসিন্দা রোমানা আক্তার জানান, তিনি ৩৫ নম্বর স্বামীবাগের বাসিন্দা। তার বাসার সামনে হলুদ ও নেভি ব্লু রঙের একটি কাপড়ের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ট্রাফিক পরিদর্শকের মৃত্যু : উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, গতকাল সকালে উত্তরার সেক্টর-৯, রোড-৩, বাসা-৩-এ গলায় ফাঁস নেন ট্রাফিক পরিদর্শক (টিআই) আজহারুল ইসলাম (৪৪)। পরিবারের লোকজন দ্রুত তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর