শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

#মি টু: ‘আমাদের মুখ খুলতে হবে’

প্রতিদিন ডেস্ক

#মি টু: ‘আমাদের মুখ খুলতে হবে’

দেশে যেসব মেয়েরা তাদের যৌন হয়রানির শিকার হওয়ার অতীত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

লজ্জায়, ভয়ে মুখ লুকিয়ে থাকলে যৌন নিপীড়করা আরও অন্যায় করার সুযোগ পাবে; তাই নিপীড়িতদের সামনে আসার, মুখ খোলার আহ্বান এসেছে #মি টু আন্দোলনে সংহতি জানিয়ে আয়োজিত এক মানববন্ধন থেকে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মি টু মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, শুধু নারীরা নয়, ছোট ছোট ছেলেরাও নিকটাত্মীয়দের মাধ্যমে নির্যাতিত হয়। অনেক সময় ঘরেও তারা নিরাপদ নয়। এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।

‘এই ধরনের অনাচার, অপরাধীর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যদি লজ্জায় মুখ লুকিয়ে থাকি, তাহলে অপরাধীরা অন্যায় করে যাওয়ার সুযোগ পাবে। সে জন্য আমাদের মুখ খুলতে হবে। যারা মুখ খুলেছে তাদের পাশে দাঁড়াতে হবে।’ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বক্তব্য দেন।

আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে নাসিমুন আরা বলেন, ‘আগামীতেও এ আন্দোলন চলবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর