রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের হেমন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের হেমন্ত উৎসব

রংপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের আয়োজনে গতকাল হেমন্ত উৎসবে ডিলারদের পুরস্কৃত করেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর —বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা সিমেন্ট সেক্টরের আয়োজনে গতকাল দিনব্যাপী রংপুরের ভিন্ন জগতে পালিত হয়েছে হেমন্ত উৎসব। উৎসবে অংশ নেন বসুন্ধরা সিমেন্ট রংপুর বিভাগের ৪০০ ডিলার ও তাদের স্বজনরা। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর।

উৎসবে অংশ নিয়ে বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশকরা অঙ্গীকার ব্যক্ত করেন, বসুন্ধরা গ্রুপের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা হবে। সার্বিক অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা সিমেন্ট সেক্টর ও কিং ব্র্যান্ড সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানমালায় ছিল নানা আয়োজন। দিনের শুরুতে হাঁড়ি ভাঙা খেলার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে ডিলার ও তাদের স্ত্রী-সন্তানদের পরিবেশনায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরের পর এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন প্রধান অতিথি সায়েম সোবহান আনভীর। তিনি র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। ১৫ জনের মধ্যে বিতরণকৃত র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল হিরো ইগনর মোটরসাইকেল। এ উৎসব আয়োজনের জন্য পরিবেশকরা ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীরকে অভিবাদন ও কৃতজ্ঞতা জানান। আর পরিবেশকরা বলেন, বসুন্ধরা গ্রুপ এ রকম একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা আসলেই ব্যতিক্রম। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর বিভাগের ব্যবসায়ীদের মধ্যে গড়ে উঠল সম্প্রীতির বন্ধন। ব্যতিক্রমী এ অনুষ্ঠান ব্যবসা প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও করা হবে। ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর