সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন করদাতা ৩২ হাজার

নিজস্ব প্রতিবেদক

নতুন করদাতা ৩২ হাজার

এবার আয়কর মেলার ছয় দিনে ৩২ হাজার ১০ নতুন করদাতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর। এই সময়ে ৪ লাখ ১২ হাজার ১৯৬ জন করদাতা রিটার্ন দাখিল করে সরকারি কোষাগারে এক হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩ টাকা কর জমা দিয়েছে। আর ছয় দিনে মেলায় মোট সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন। অপরদিকে গতকাল মেলার ষষ্ঠ দিনে রাজধানীর অফিসার্স ক্লাবসহ দেশের ৮ বিভাগ, ২১টি জেলা এবং ৩৮টি উপজেলা মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ দিন আয়কর জমা হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৪৭৬ টাকা। নতুন করদাতা হয়েছেন ৭ হাজার ১০৭ জন। রিটার্ন দাখিল করেছেন ৬৯ হাজার ৩৬৩ জন করদাতা। আর মেলায় সেবা নিয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৬৭ জন। আয়কর মেলায় প্রতিদিনের মতোই কর সচেতনতা বাড়াতে গতকালও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। এতে রাজউক উত্তরা মডেল কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বিজয়ী ১০জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন— এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিন : আজ সোমবার সন্ধ্যা ৭ টায় মেলার কর শিক্ষণ ফোরামে সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন— এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বরিশালের আয়কর মেলায় উপচেপড়া ভিড় : বরিশালে ৬ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয়েছে আয়কর মেলা। গতকাল ৬ষ্ঠ দিনেও মেলায় উপচেপড়া ভিড় দেখা গেছে। উত্সুক করদাতারা মেলায় এসে কর প্রদানের নানা বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি দিয়েছেন রিটার্ন জমা এবং কর। কেউ নিয়েছেন নতুন ই-টিন। গত ৫ দিনে বরিশালের কর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ৭৫ হাজার ২৮৩ জন। রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজার ২৩৮ জন আগ্রহী। কর আদায় হয়েছে ৪ কোটি ৯ লাখ ৫১ হাজার ৪৬২ টাকা। নতুন ই-টিন গ্রহণ করেছেন ৪৭৭ জন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর