সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পল্টনে গাড়িতে আগুন দেওয়া সেই সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়া পল্টনে লাঠি হাতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে অংশ নেওয়া সেই সোহাগ ভূইয়াকে আটক করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। জানা গেছে, সোহাগকে ধরতে প্রথমে তার বোন সেলিনাকে আটক করে পুলিশ। পরে সোহাগকে আটকের পর তার বোনকে ছেড়ে দেওয়া হয়। সোহাগের বাবা অভিযোগ করেন, রাজধানীর শাহজাহানপুর থেকে তার ছেলে সোহাগকে গতকাল আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী ছাত্রদল নেতা সোহাগকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে। ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। এর মধ্যে সোহাগ অন্যতম। ঘটনার দিন সোহাগ গ্যাবাডিং প্যান্ট ও পাতা রঙের শার্টের বোতাম খোলা অবস্থায় লাঠি হাতে হামলা ও ভাঙচুরে অংশ নেয়। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল।

 তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পল্টন থানায় করা তিনটি মামলায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর