মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেয়ারবাজার

উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গতকাল ডিএসইর সব সূচক কিছুটা বেড়েছে। এইসঙ্গে বেড়েছে টাকার লেনদেনের পরিমাণ। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন দেড় মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইতে ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা ৩১ কার্যদিবস বা এক মাস ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৭ অক্টোবর ডিএসইতে ৮৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৪ ও ১৮৫৩ পয়েন্টে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১২৬টির দাম বেড়েছে। অন্যদিকে কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬১৪১ পয়েন্টে। হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে মোট ৩১ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

সর্বশেষ খবর