মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঢাবি ঘ ইউনিট

পুনঃভর্তি পরীক্ষায় পাসের হার ৬১ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৬১.১ শতাংশ পাস করেছে। গতকাল বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis. du.ac.bd এ ফল প্রকাশ করা হয়। গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৬ হাজার ১৮১ জন ভর্তিচ্ছু অংশ নেন। এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৬ জন। ঘ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৬১৫টি। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া মোবাইলে DU GHA লিখে পরীক্ষার রোল লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করলে ফল জানা যাবে।

পরীক্ষাই দেয়নি জাহিদ : জাহিদ হাসান আকাশ গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ঘ ইউনিটে প্রথম হয়। কিন্তু পুনঃভর্তি পরীক্ষায় তিনি অংশই নেননি। উল্লেখ্য তিনি ব্যবসায় শিক্ষা অনুষদে অকৃতকার্য হয়েছিলেন। তিনি ঘ ইউনিটের ফাঁস হওয়া    প্রশ্ন পেয়েছিলেন বলে ধারণা করা হয়।উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে বিষয় পছন্দের তালিকা পূরণ করতে পারবে। আগামী ৩ ডিসেম্বর বিকাল ৩টায় ওয়েবসাইটে ভর্তির মনোনয়ন দেওয়া হবে।

সর্বশেষ খবর