মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন গতকাল মরহুমের নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের পৃথক দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শাহরিয়ার শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

শাহরিয়ার শহীদ গত শনিবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। জাতীয় প্রেস ক্লাবে জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাসসের সাবেক প্রধান সম্পাদক গাজীউল হাসান খান ও আজিজুল ইসলাম ভূইয়া, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা ও কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। ডিআরইউতে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি এম শফিকুল করিম সাবু ও সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।

হরিয়ার শহীদের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত শোক প্রস্তাবে বলা হয়, ‘শাহরিয়ার শহীদের অকাল মৃত্যু দেশের সাংবাদিকতা পেশার জন্য বিরাট ক্ষতি হলো।

 

 

সর্বশেষ খবর