শিরোনাম
মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সমুদ্র অর্থনীতি নিয়ে সেমিনার

অর্থনীতির বিশাল সম্ভবনার দুয়ার উন্মোচিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে, যা দেশের সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভবনার দুয়ার উন্মোচিত করেছে। তিনি বলেন, সরকার সমুদ্র অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। গতকাল ঢাকায় একটি হোটেলে ‘টেকসই উন্নয়নের জন্য সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনারে তিনি একথা বলেন। আইএসপিআর জানায়, বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এর আয়োজনে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। দিনব্যাপী     সেমিনারে ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞগণ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল খোরশেদ আলম (অব.) ও নৌ কর্মকর্তা রিয়ার এডমিরাল এএসএমএ আউয়াল, সাবেক ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল আর কে ধাওয়ান, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) রিচার্স ফ্রান্সিস সিয়ার্স, মালয়েশিয়ার মেরিটাইম ইনস্টিটিউটের চার্লি রীতা কাউর, শ্রীলঙ্কার পাথফাইন্ডার ফাউন্ডেশনের পরিচালক এডমিরাল প্রফেসর জয়নাথ মেরিটাইম বিষয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। বিইআই এর প্রেসিডেন্ট ও সিইও ফারুক সোবহান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর