বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশের ২৮ ভাগের বেশি মানুষ পাইলসে আক্রান্ত!

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সারা বিশ্বে আলোচিত পাইলস রোগে দেশের ২৮ থেকে সাড়ে ২৯ ভাগ মানুষ আক্রান্ত। সঠিক সময়ে এ রোগের চিকিৎসা না নিলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। গুলশানে অবস্থিত আর এ হাসপাতালের লেপারোস্কপিক জেনারেল ও কলারেক্টাল সার্জন অধ্যাপক ডা. রাকিবুল আনোয়ার অনুষ্ঠানে পাইলস রোগের নানা দিক তুলে ধরেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহসভাপতি ডা. জামাল উদ্দিন খলিফাও এতে বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যাভ্যাস, পারিবারিক  বা উত্তরাধিকারের কারণেও পাইলসে মানুষ আক্রান্ত হয়। এ ছাড়া লাইফস্টাইল ও পারিপার্শ্বিক পরিবেশের কারণে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বক্তারা বলেন, সঠিক সময়ে এ রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। এ ছাড়া ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর