বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএসএমএমইউর সাবেক প্রোভিসির বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসিসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক ক্রয় কমিটির সাবেক সভাপতি ও প্রোভিসি অধ্যাপক ডা. এম এ মান্নান, সাবেক উপ-রেজিস্ট্রার ডা. কাজী এবাদুল্লাহ, সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিক্যাল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার    সাজ্জাদ হোসেন এবং একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া সংঘটিত অপরাধের সঙ্গে বিএসএমএমইউর সাবেক ভাইস চ্যান্সেলর এম এ হাদী জড়িত থাকলেও তিনি মারা যাওয়ায় তাকে আসামি করা হয়নি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সূত্র জানায়, ২০০৫-২০০৬ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগে দ্বিতীয় ক্যাথ ল্যাব মেশিন ক্রয়ের ক্ষেত্রে আসামিরা পরস্পর যোগসাজশে টেন্ডারের শর্ত লঙ্ঘন ও পিপিআরের ধারাসমূহ অমান্য করে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে মেশিন স্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের এক কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছেন। ওই ঘটনায় দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর