বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাসদসহ চার জোটের প্রার্থী চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারি বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জাসদ সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য শিরীন আখতার, রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত ও আফরোজা হক রীনা। বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত দেওয়া হলে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। জাসদের প্রার্থীদের মধ্যে রয়েছেন- হাসানুল হক ইনু, কুষ্টিয়া-২, শিরীন আখতার ফেনী-১,  সুজাউদ্দিন সুজা, নীলফামারী-৪, অলিয়ার রহমান আল কোরায়শী, পঞ্চগড়-১, সুযশময় চৌধুরীকে বান্দরবান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

খেলাফত মজলিসের ৪০ প্রার্থী : বাংলাদেশ খেলাফত মজলিস ৪০ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। প্রার্থীদের মধ্যে নরসিংদী-৫  মাওলানা ইসমাঈল নূরপুরী, বি-বাড়িয়া-১ মাওলানা যোবায়ের আহমদ আনসারী, সিলেট-৫ মাওলানা রেজাউল করিম জালালী, শরীয়তপুর-১ মাওলানা জালালুদ্দীন আহমদ, কিশোরগঞ্জ-৬ মাওলানা আতাউল্লাহ আমীন, ফরিদপুর-১ মুফতি শরাফত হুসাইন, ময়মনসিংহ-৫ মুফতি হাবীবুর রহমান, ঢাকা-৮ মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সুনামগঞ্জ-৩ মাওলানা ফয়েজ আহমদ, ফেনী-৩ মাওলানা এনামুল হক মুসা,  ময়মনসিংহ-৭ মুফতি আবদুল মুমিন, সিলেট-৩ আলহাজ আতাউর রহমান, কুমিল্লা-১ মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, কিশোরগঞ্জ-৪ মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, মৌলভীবাজার-৩ মাওলানা লুত্ফুর রহমান কামালী, মৌলভীবাজার-১ মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, চাঁদপুর-১ মাওলানা ফয়েজ উল্লাহ, সিলেট-৩ মাওলানা আতিকুর রহমান,  ঢাকা-১১ মাওলানা আনোয়ার হোসেন রাজী, কক্মবাজার-৪ মাওলানা আফসার উদ্দীন চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ মাওলানা আবদুল বাসেদ, নরসিংদী-১ মাওলানা আবদুর রাজ্জাক,       নরসিংদী-৩ মাওলানা আবদুল বাসেত, নরসিংদী-৪ মাওলানা জয়নাল আবেদীন, কুমিল্লা-৪ মুফতি রশিদ আহমদ ফরিদী, নোয়াখালী-৪ মাওলানা মুমিনুল হক চৌধুরী, চাঁদপুর-৩ মাওলানা ছানাউল্লাহ আমিনী, হবিগঞ্জ-৩ মাওলানা নোমান আহমদ। ৫৬ জন পেলেন ইসলামী ঐক্যজোটের মনোনয়ন : প্রার্থীদের কয়েকজন হলেন : মাওলানা আবদুল লতিফ নেজামী নরসিংদী-৩, মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রাম-৭, মাওলানা আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২, মাওলানা আবদুর রশিদ মজুমদার ঢাকা-৬, মাওলানা যোবায়ের আহমদ গাইবান্ধা-২, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার নেত্রকোণা-৩, মুফতি তৈয়্যব হোসাইন ময়মনসিংহ-২, মাওলানা আলতাফ হোসাইন কুমিল্লা-১, মাওলানা মঈনুদ্দিন রুহী চট্টগ্রাম-৫, মাওলানা ফজলুর রহমান গাজীপুর-১, মাওলানা শেখ লোকমান হোসাইন গাজীপুর-৫, মাওলানা একেএম আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া-১, মাওলানা জিয়াউল হক মজুমদার ঢাকা-৮, মাওলানা আনসারুল হক ইমরান ঢাকা-২, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী ঢাকা-৩, মুফতি আবদুল কাইয়ুম ঢাকা-৫, মু. আনোয়ার পারভেজ সানি ঢাকা-৭, মুফতি বখতিয়ার হোসাইন ঢাকা-১৮, মাওলানা যাকারিয়া মাহমুদ ঢাকা-২০। ৫২ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী : এর মধ্যে দলের চেয়ারম্যান সৈয়দ বহাদুর শাহ মোজাদ্দেদী চাঁদপুর-৫, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর চট্টগ্রাম-৪ ও ১১, এম. সোলায়মান ফরিদ চট্টগ্রাম-৮, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার চট্টগ্রাম-৬, পীর সৈয়দ নাছেরুল হক চিশতী চট্টগ্রাম-১৫, খাজা আরিফুর রহমান তাহেরী চাঁদপুর-৩, মোশাররফ হোসেন হেলালী চাঁদপুর-১, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম-১৩, আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর চট্টগ্রাম-১০, আলহাজ মাওলানা ওয়াহেদ মুরাদ চট্টগ্রাম-৯, আলহাজ এম. মঈনুদ্দীন চৌধুরী হালিম চট্টগ্রাম-১২, মাসুদুল ইসলাম বাচ্চু কক্সবাজার-২।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর