বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কিডনি হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের মায়ের চিকিৎসার সময় তার কিডনি হারানো এবং মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে কিডনি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের পেশাগত লাইসেন্স বাতিল করার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসিসহ আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি      মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। জানা যায়, গত ৫ সেপ্টেম্বর চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের মা রওশন আরার একটি কিডনিতে অস্ত্রোপচার করতে গিয়ে সুস্থ কিডনিও ফেলে দেন ডাক্তার। বিএসএমএমইউয়ে কর্মরত অভিযুক্ত ওই ডাক্তারের নাম হাবিবুর রহমান দুলাল। তিনি ইউরোলজি বিভাগের অধ্যাপক। রফিক শিকদারের অভিযোগ, মায়ের একটি কিডনিতে অপারেশন করতে  গিয়ে ভালো কিডনিও কেটে ফেলেন ওই চিকিৎসক। একপর্যায়ে ১ নভেম্বর তার মায়ের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক হাবিবুর রহমান দুলাল ও তার সহযোগীর বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর