সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় চালু হলো স্বপ্নের আধুনিক রেলস্টেশন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চালু হলো স্বপ্নের আধুনিক রেলস্টেশন

হেমন্তের কুয়াশামাখা সকালে খুলনা রেলস্টেশন ঘিরে ছিল বাড়তি উষ্ণতা। দীর্ঘ অপেক্ষার পর চালু হলো খুলনাবাসীর প্রাণের দাবি স্বপ্নের আধুনিক রেলস্টেশন।

গতকাল সকাল ৮টায় ৪১ মিনিটে খুলনার পাওয়ার হাউস মোড়ে নবনির্মিত এ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় চিত্রা এক্সপ্রেস। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের এ স্টেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নতুন স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রার সাক্ষী হতে পেরে ট্রেনের যাত্রীরা ছিলেন উচ্ছ্বসিত। জানা যায়, ব্রিটিশ আমলে নির্মিত   খুলনার পুরনো রেলস্টেশনে ট্রেনে যাত্রী ওঠা-নামাসহ নানা ধরনের ভোগান্তি ছিল। আধুনিক এ রেলস্টেশনে সেই ভোগান্তি আর থাকছে না। নবনির্মিত রেলস্টেশনে একই সঙ্গে ৬টি ট্রেন প্রবেশ ও বের হতে পারবে। তিনতলা রেলস্টেশনটির প্রথম তলায় থাকছে ৬টি টিকিট কাউন্টার, ওয়েটিং রুম ও সহকারী স্টেশন মাস্টারের রুম। দ্বিতীয় তলায় থাকছে স্টেশন মাস্টারের রুম, ব্যাংকের শাখা। তৃতীয় তলায় থাকছে রেলওয়ের প্রকৌশলীদের অফিস কক্ষ। নতুন স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রার সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান। রেলওয়ে কর্মকর্তারা জানান, আধুনিক রেলস্টেশন থেকে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি ভারত যাত্রীদের খুলনা স্টেশনেই ইমিগ্রেশন ও চেকিংসহ নিরাপদ যাত্রার দ্বার উন্মোচন করা হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ্জামান জানান,  খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৫ সালের এপ্রিলে আধুনিক রেলস্টেশন নির্মাণ কাজ শুরু হয়। ৫৬ কোটি টাকা ব্যয়ে ১৮ মাস মেয়াদে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় দফায় দফায় সময় বৃদ্ধির কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় ৬১ কোটি ২৭ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরের সময় চলতি বছরের ৩ মার্চ স্টেশনটি উদ্বোধন করেন।

 

সর্বশেষ খবর