মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার জামিন

নিজস্ব প্রতিবেদক

সম্পদের হিসাববিবরণী দাখিল না করার মামলায় বিচারিক আদালতে তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট। ওই মামলায় সাজার বিরুদ্ধে তার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ ও জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে। এ-সংক্রান্ত আপিল ও জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. শওকত হোসেনের একক হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট    রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। দুদকের মামলায় বিচারিক আদালতের দেওয়া তিন বছর সাজার বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। একই সঙ্গে তার জামিন চাওয়া হয়। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রফিকুল ইসলাম মিয়ার পক্ষে আইনজীবী রাগিব রউফ চৌধুরী এ আবেদন জানান। এর আগে ২০ নভেম্বর দুদকের এ মামলায় রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ-৬ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার পরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর ওই দিনই সন্ধ্যায় রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সম্পদের হিসাববিবরণী দাখিল না করার অভিযোগে ২০০১ সালের ৭ এপ্রিল ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস জারি করে দুদক। দুদকের নোটিসটি ওই বছরের ১০ জুন রফিকুল ইসলাম মিয়া গ্রহণ করেন, তবে জবাব দেননি। ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে দুদক মামলা করে।

 

সর্বশেষ খবর