বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বোতল কুড়াতে গিয়ে চুরির পরিকল্পনা

পাকিস্তান হাই কমিশন

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান হাইকমিশন কার্যালয়ে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— সজল ওরফে কালু, মোস্তফা, দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম, নিমাই বাবু ও সেকুল ইসলাম। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি সিপিইউ, দুটি ইউপিএস, একটি মনিটর এবং চুরির কাজে ব্যবহূত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, চুরির পরিকল্পনা করেছিল সজল। সে মূলত টোকাই। বোতল কুড়াতে গিয়েই হাইকমিশনের ভাঙা দেয়াল দেখে সে চুরির পরিকল্পনা করে। গতকাল দুপুরে গুলশান থানায় এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের ডিসি এস এম মোস্তাক আহমেদ খান জানান, বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশনের এসি, কম্পিউটারের সিপিইউসহ মালামাল চুরি হয়। ২৫ নভেম্বর হাইকমিশনের পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গুলশান থানায় মামলা করা হয়। এজাহারে হাইকমিশনের এসি খুলে অফিসের ভিতরে ঢুকে সিপিইউ, ইউপিএস, এসিসহ অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শনে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন একটি এসি বের করে ভ্যানগাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। দুজন তিনটি সিপিইউ বের করে একটি অটোরিকশায় নিয়ে যাচ্ছে। এরপর গুলশান-বনানী এলাকার প্রায় এক হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর সেগুলো পর্যালোচনা করে একজনের চেহারা শনাক্ত করা হয়। সেই ছবিটি এলাকার সুইপারদের দেখালে তারা একে কালু বলে চিহ্নিত করে। তখন কালুর বাসায় গিয়ে তাকে গ্রেফতার করলে পুরো ঘটনা বেরিয়ে আসে। কালু এলাকায় বোতল কুড়াত। পাকিস্তান হাইকমিশনের পেছনে বোতল কুড়াতে গিয়ে ভাঙা দেয়াল দেখে চুরির পরিকল্পনা করে সে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তফা ও দুলালের সহায়তায় প্রথমে এসি পরে ভবনের ভিতরে গিয়ে সিপিইউ ও ইউপিএসগুলো চুরি করে। গ্রেফতারের পর তিনজনের দেওয়া তথ্যমতে, যাদের কাছে এসব জিনিসপত্র বিক্রি করেছিল তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে কম্পিউটারের তিনটি সিপিইউ ও দুটি ইউপিএস উদ্ধার করা হয়। তবে এসিটি অক্ষত পাওয়া যায়নি।

কারণ, সেটি ভেঙে পারসগুলো আলাদা করে ফেলা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, গুলশান এলাকায় আমরা সর্বদা সতর্ক থাকি। এ ঘটনার পর আমরা হাইকমিশনকে দেয়াল ঠিক করতে এবং সিসিটিভি বাড়িয়ে নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছি।

সর্বশেষ খবর