শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জননন্দিত মেয়র, বদলে যাওয়া নগরের স্বপ্নদ্রষ্টা নগরপিতা আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে স্মরণ করে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। গুলশান আজাদ মসজিদে আনিসুল হকের জন্য আজ বাদ আসর বিশেষ দোয়া হবে। আনিসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জোহর নামাজের পর তাঁর চেম্বারে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এ ছাড়া গত বুধবার আসর নামাজের পর তাঁর গড়া প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন তেজগাঁও-সাতরাস্তা সড়কে মেয়র আনিসুল হকের স্মরণে নামফলক উন্মোচন ও দেয়া মাহফিল করবে। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে লন্ডন গিয়ে আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) রোগে আক্রান্ত হন। ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 দলীয় রাজনীতিতে নাম না লেখানো আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রশংসিত হন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখেও দখলমুক্ত করেন তিনি। মেয়র নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই তিনি ঢাকা শহর থেকে সব বিলবোর্ড উচ্ছেদ করে আকাশকে খুলে দেন। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যানজটকবলিত রাস্তাকে গতিময় করে তোলেন। আনিসুল হক বিভিন্ন এলাকার পার্কগুলো দখলদারদের কাছ থেকে উদ্ধার করেন। শহরের পথচারীদের জন্য আধুনিক টয়লেট নির্মাণ করেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্ম নেওয়া আনিসুল হক ১৯৮০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। ১৯৮৬ সালে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোহাম্মদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। তিনি বিজিএমইএ ও এফবিসিসিআইর নির্বাচিত সভাপতি ছিলেন।

সর্বশেষ খবর