শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে কারুশিল্প প্রদর্শনী শুরু

গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উদ্যাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবিতে কারুশিল্প প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। গতকাল অনুষদের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।  অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিল্পকলার ইতিহাসে কারুশিল্প এক বিরাট স্থান অধিকার করে রয়েছে। প্রয়োজনের তাগিদে সৃষ্ট এই মাধ্যমটি দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যের চাহিদা পূরণের পাশাপাশি নান্দনিক বিশেষত্বে অন্যমাত্রা পায়। বিভিন্ন পণ্যে সৃজনশীল কারুকাজের জন্য সেই পণ্যটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।   প্রদর্শনী উপলক্ষে শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ বিভাগের ৭জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উপাচার্য তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিভাগীয় চেয়ারম্যান মো. আব্দুল মোমেন, প্রদর্শনীর আহ্বায়ক ফারহানা ফেরদৌসী প্রমুখ।

গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস : সাংস্কৃতিক  প্রতিবেদক জানান, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস-২০১৮ উদ্যাপন করেছেন দেশের নাট্যকর্মীরা। ফেডারেশানের আয়োজনে গতকাল বিকালে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এরপর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর