শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দলীয় প্রার্থী জয়ী করতে একাট্টা চট্টগ্রাম আওয়ামী লীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দলীয় প্রার্থী জয়ী করতে একাট্টা চট্টগ্রাম আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথকভাবে জরুরি বর্ধিত সভাও করেছে। উত্তর জেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভাও চলতি সপ্তাহের মধ্যেই হবে। তা ছাড়া দলের বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার নগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় চট্টগ্রাম নগরের সব আসনে সমন্বিতভাবে কাজ করতে এক মঞ্চে উঠেছেন মহাজোটসহ চার প্রার্থী। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জীবন বাজি রেখে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

বর্ধিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের শপথ করতে হবে। একাদশ সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। নগরের ছয়টি আসনে যাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন, তাদের বিজয়ী করতে হবে। নগরের ৪১টি ওয়ার্ডের সব নেতা-কর্মীকে মতানৈক্য ভুলে একযোগে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে।’ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে মহানগরের ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে বলেও জানান সিটি মেয়র। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, মহাজোট বা দলের পক্ষে যারা মনোনয়ন পেয়েছেন তাদের পক্ষে কাজ করতে তৃণমূল নেতাদের ইতিমধ্যে বলা হয়েছে।

 চট্টগ্রামে নৌকার পতাকা উড়বে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোতোয়ালি-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমার বাবার (এ বি এম মহিউদ্দিন চৌধুরী) উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। নগরের ছয়টিসহ চট্টগ্রামের ১৬টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে মনোনয়নপ্রাপ্ত আফছারুল আমিন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁ-বোয়ালখালী) আসনে মনোনয়নপ্রাপ্ত মাঈনুদ্দীন খান বাদল, চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে মনোনয়নপ্রাপ্ত এম এ লতিফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর