শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গৌরীপুরে অস্থানীয়দের নিয়ে এমপির বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদের মনোনয়ন বাতিলের দাবিতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পেঁছিয়ে মানববন্ধন করা হয়েছে। মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সামিউল হক লিটনের নির্দেশেই উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় গতকাল দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। তবে ওই মানববন্ধনে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন সংসদীয় আসনের বাইরের লোকজন। এ ছাড়াও ছিল ভাড়া করা অনেক যুবক।  মানববন্ধনে অংশ নেওয়া মানিক নামের এক যুবক জানায়, তার বাসা ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর মেডিকেল গেট এলাকায়। তার নেতৃত্বে এসেছে প্রায় ১০ জন। অনেকটা একই তথ্য দেন একই এলাকার শিমুল নামের আরেক যুবক। এ ছাড়াও ময়মনসিংহ নগরী, শম্ভুগঞ্জ ও এর আশপাশের আরও অনেক লোকের দেখা মেলে ওই মানববন্ধনে। এদিকে নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করার বিষয়টি কেন্দ্র থেকে নিষেধ থাকলেও ব্যানারে লেখা ছিল ‘নাজিম উদ্দিন আহম্মেদ দুর্নীতিবাজ ও জনবিচ্ছিন্ন’। আর আয়োজক হিসেবে ব্যানারে লিখা হয় ‘গৌরীপুর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের সাধারণ মানুষ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর