শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় বডি বিল্ডিং পণ্যের মেলা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে প্রদর্শনী। বিভিন্ন জিম ও হারবাল খাদ্য পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী হেলথ অ্যান্ড ফিটনেস শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী আজ শেষ হবে। প্রদর্শনী উপলক্ষে প্রতিদিন চলছে বডি বিল্ডার র‌্যাম্প। এতে দেশের স্বনামধন্য বডি বিল্ডাররা অংশ নিয়েছেন। সবার জন্য উন্মুক্ত র‌্যাম্পে অংশ নিতে পারেন যে কেউ। স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত প্রদর্শনীতে থাইল্যান্ড, ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইটালিসহ ১২টি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশি একাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনী উপলক্ষে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ছাড়ে বিক্রি করছে। স্বাস্থ্য ও ত্বক সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ‘ভাইবস’ নিয়ে এসেছে লেজার ট্রিটমেন্টের প্রযুক্তি। রাজধানীতে সেবা দেওয়া এই প্রতিষ্ঠানটি বিশেষ ছাড়ে গ্রাহকদের ত্বকের ট্রিটমেন্ট করছে। মেলা প্রাঙ্গণেই ত্বকের লেজার করা যায়। প্রতিষ্ঠানটিতে রয়েছে শরীর আকর্ষণীয় করে গঠন করার প্রযুক্তিও। যাদের মেদ রয়েছে তারাও যেতে পারেন এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি কয়েক দিনের ট্রিটমেন্টে মেদ শূন্যে নিয়ে আসা যাবে।

স্পোর্টস ওয়ার্ল্ড এসেছে জিম ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী নিয়ে। প্রতিষ্ঠানটিতে ইনডোর স্পোর্টস সামগ্রী পুল, স্নুকার, টেবিল টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম, বক্সিং, ডার্ট, বোর্ড গেমের পণ্য রয়েছে। আছে পার্সোনাল জিম সামগ্রী হোম ট্রেডমিল, ডেস্ক ট্রেড মিল, হোম এক্সারসাইজ বাইক, ইয়োগা পণ্য। রয়েছে বিভিন্ন স্পোর্টস পোশাক। প্রদর্শনীতে গ্র্যান্ড অলিম্পিয়া বেকারি বিভিন্ন খাদ্য পণ্য প্রদর্শন করছে। স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে এখানে উচ্চ খাদ্যমানের বিভিন্ন পণ্য। প্রদর্শন উপলক্ষে তাদের বিভিন্ন পণ্য গ্রাহকদের ফ্রি দিচ্ছে। আয়োজকরা জানান, অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনীর আয়োজন নাগরিক স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট শিল্প বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর