শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেই আবেদনকারীদের টাকা ফেরত দেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ত্রুটিপূর্ণ আবেদনকারীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে ভর্তি যোগ্যতা পূরণ না হওয়ায় এবং ভর্তি আবেদনে সঠিক তথ্য না দেওয়ায় কিছু শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে ভর্তি প্রক্রিয়ায় সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে মুঠোফোনে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২ থেকে ৫ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। এ বছর ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ১ হাজার ৩১৫টি সাধারণ আসনের বিপরীতে ৭০ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর