রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামের ১৬ আসনে ১৮০ প্রার্থী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনে ১৮০ প্রার্থী

চট্টগ্রাম মহানগরীসহ জেলার ১৬টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ১৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ইসলামিক ফ্রন্ট, তরিকত ফেডারেশন, এলডিপি, কল্যাণ পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ১৮০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভাগীয় কমিশনারের (রিটার্নিং অফিসার) অধীন ছয় আসনে ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ১২ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ১৩ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৪ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ১১ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৪ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১৫ জন মিলিয়ে ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের (রিটার্নিং অফিসার) অধীন দশটি আসনে ১০১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১১ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৩ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১২ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১২ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১০ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ১৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিএনপির মনিরুল ইসলাম ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সামসুদ্দীন, স্বতন্ত্র মো. মোশাররফ হোসেন, বিএনপির নুরুল আমিন, বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মুসলিম লীগ শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গণফোরামের নুর উদ্দিন আহমদ, ইসলামিক ফ্রন্টের মো. আবদুল মান্নান, বিএনপির শহীদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের এটিএম পিয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আতিক, বিএনপির নূরী আরা সাফা, বিএনপির মো. আজিম উল্লাহ বাহার, বিএনপির আলহাজ ছালাহ উদ্দিন, ইসলামিক ফ্রন্টের মীর মো. ফেরদৌস আলম, বিএনপির ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ। চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা, বিএনপির মোস্তফা কামাল পাশা, ইসলামী আন্দোলনের আলহাজ হাফেজ মাওলানা মনসুরুল হক, বিএনপির মো. বেলায়েত হোসেন, মো. নুরুল মোস্তফা। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী, বিএনপির সামীর কাদের চৌধুরী ও জসীম উদ্দিন সিকদার, ইসলামী আন্দোলনের আবদুুল আলী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী একাংশ) আসনে বিএনপির গিয়াস কাদের চৌধুরী ও মো. কুতুব উদ্দিন বাহার প্রমুখ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, বিএনপির ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ সামসুল আলম, জাতীয় পার্টির (জেপি) মো. মোরশেদ সিদ্দিকী প্রমুখ। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান, মোশাররফ হোসেন দিপ্তী, আওয়ামী লীগের মো. আফছারুল আমীন প্রমুখ। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের এম আবদুল লতিফ প্রমুখ। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের দিদারুল আলম, বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী,  ইসলামী আন্দোলনের সামছুল আলম হাসেম, স্বতন্ত্র দিদারুল কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন, বিএনপির ইসহাক চৌধুরী, এ কে এম আবু তাহের, এ ওয়াই বি আই সিদ্দিকী। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শাকিলা ফারজানা, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির এম মোরশেদ খান, মোহাম্মদ আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, মহাজোটের মঈনউদ্দীন খান বাদল প্রমুখ। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র মোহাম্মদ আবু তালেব বেলালী,  ইসলামী আন্দোলনের মুহাম্মদ দেলওয়ার হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মঈন উদ্দিন চৌধুরী, এলডিপির এম ইয়াকুব আলী, বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান ও মো. এনামুল হক প্রমুখ। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জামাল আহমেদ,  ইসলামী আন্দোলনের ইরফানুল হক চৌধুরী, বিএনপির মোস্তাফিজুর রহমান ও সরওয়ার জামাল নিজাম, গণফোরামের উজ্জ্বল ভৌমিক। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া একাংশ) আসনে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী, এলডিপির ড. অলি আহমদ বীরবিক্রম প্রমুখ। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে স্বতন্ত্র হিসেবে জামায়াতের আ ন ম শামসুল ইসলাম, ইসলামী আন্দোলনের নুরুল আলম, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির জাফর সাদেক, আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, গণফোরামের আবদুল মোমেন চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক, বিএনপির অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র হিসেবে জামায়াতের উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর