রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জামায়াতকে মানবে না বিএনপি

সিলেটে মনোনয়ন নিয়ে ক্ষোভ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

একই জোটে থাকলেও সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। সেই টানাপড়েনের কারণে গত সিলেট সিটি নির্বাচনেও ঐক্যবদ্ধ হতে পারেনি বিএনপি-জামায়াত। বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করেন জামায়াতের মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এই নির্বাচন সিলেটে বিএনপি-জামায়াতের উত্তপ্ত সম্পর্কে ঘি ঢালার মতো অবস্থার সৃষ্টি করে। এরপর থেকে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। এর জের ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোনো আসনে জামায়াতকে ছাড় না দিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের অনুরোধ জানিয়েছে বিএনপি। সিলেট-৫ ও ৬ আসনে জামায়াতের দুই নেতা মনোনয়পত্র জমা দিলেও তাদের ঐক্যফ্রন্টের প্রার্থী না করার দাবি জানিয়েছে বিএনপি। এ আসন দুটি জামায়াতকে ছেড়ে দিলে ভরাডুবির পাশাপাশি বাকি আসনগুলোতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা। তবে নেতারা বলছেন, কে চূড়ান্ত প্রার্থী হবেন সেটা জোটের শীর্ষ নেতারাই ঠিক করবেন। আসন দুটি থেকে তারা বিজয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী।

সিলেট-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর