রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম নভেম্বরে কনটেইনার হ্যান্ডলিংয়ে আরও একটি নতুন রেকর্ড করেছে। এ মাসে ২০ ফুট দীর্ঘ হিসেবে (টিইইউ’স) ২ লাখ ৬৫ হাজার ১৬৫টি কনটেইনার হ্যান্ডলিং করেছে। নতুন নতুন ইক্যুইপমেন্ট যুক্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের এই সক্ষমতা বাড়ছে বলে জানা গেছে। এর আগের রেকর্ড ছিল গত জুলাইয়ে। তখন এক মাসে ২ লাখ ৫৯ হাজার ২১০ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরে ছয়টি কি গ্যান্ট্রিক্রেনসহ নতুন নতুন হ্যান্ডলিং যন্ত্রপাতি সংযোজন, নতুন ইয়ার্ড নির্মাণ এবং বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এ রেকর্ড অর্জন সম্ভব হয়েছে।

বন্দর ব্যবহারকারীরা জানান, দেশে চলমান উন্নয়ন প্রকল্প, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পের কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাকসহ রপ্তানি পণ্য বৃদ্ধির কারণে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট বাড়িয়েছে। নতুন টার্মিনাল, ইয়ার্ড নির্মাণ করছে এবং অন্যান্য আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি হওয়ায় কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর