রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার যানজট নিরসনে ‘সাইকেল বাহিনী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশের ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল গঠন করে তদের প্রত্যেককে সাইকেল দেওয়া হয়েছে। নগরজুড়ে ঘুরে ঘুরে তারা যানজট নিরসনে কাজ করবেন। গতকাল নগরীর টাইগারপাস এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপ-কমিশনার হারুনুর রশিদ হাজারী। এ সময় তিনি বলেন, সিএমপির ট্রাফিক বিভাগে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। যানজট নিরসনে প্রতিটি পয়েন্টে যে পরিমাণ জনবল কাজ করে, তা দিয়ে যানজট নিরসন কষ্টসাধ্য হয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর