সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ১৪৪ কেন্দ্রে ইভিএম

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার নিয়ে চলছিল নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের ১৪৪টি কেন্দ্রের সব কটিতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হয়। আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, শনিবার দুপুরে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে কোতোয়ালি আসনে ইভিএমে ভোট গ্রহণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের ১৪৪টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এবার জাতীয় নির্বাচনে কোতোয়ালি আসনের মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৩১২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৪ হাজার ৩ জন এবং মহিলা ১ লাখ ৮৭ হাজার ২০৯ জন। মোট ভোটকক্ষ ৭৪৩টি। ইতিমধ্যে এ ব্যাপারে আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বরের পর ভোট গ্রহণ কর্মকর্তাদের দেওয়া হবে প্রশিক্ষণ। ভোটকেন্দ্রে মেশিন স্থাপনের জন্য রাখা হবে প্রয়োজনীয় স্থানও। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুনীর হোসাইন খান বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে কোতোয়ালি আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ ব্যাপারে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতাসহ আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে চলেছি। আশা করি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।’ জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৫ থেকে ২৩ নম্বর ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন। এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ আবু হানিফ, ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, জাতীয় পার্টির (জেপি) মো. মোরশেদ সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ দুলাল খান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আলী নেওয়াজ খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বিএসসি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শেখ আমজাদ হোসেন।

সর্বশেষ খবর