সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে ইসিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে সাতজনের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা বিজন কান্তি সরকার গতকাল দুপুরে নির্বাচন কমিশনে (ইসিতে) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেন। চিঠিতে মির্জা ফখরুল বলেছেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, মানিকগঞ্জের জেলা প্রশাসক দলীয় মনোনয়নপত্রে আমার প্রদত্ত স্বাক্ষর গ্রহণ করছেন না; যা অনাকাঙ্ক্ষিত। আমি দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি যে, মানিকগঞ্জ জেলার প্রতিটি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা আমার সুপরিচিত এবং আমি তাদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছি, এ বিষয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। মির্জা ফখরুল তার স্বাক্ষরিত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে অনুরোধ করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্রে মহাসচিবের স্বাক্ষরের বিষয়ে বিজন কান্তি সরকার বলেন, আমরা বলেছি, এটাই কারেক্ট সিগনেচার। ৭০০-৮০০  মনোনয়নপত্রে মহাসচিব স্বাক্ষর করেছেন। সিগনেচার একটু এদিক-সেদিক হলেও হতে পারে। কিন্তু কনফার্ম করে দেওয়ার পরও বাতিল করে দেওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনে আলোচনার পর বিএনপিকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করতে পরামর্শ দিয়েছে ইসি। বিএনপির এ নেতা আশা করছেন, তাদের আপিল ‘হয়তো’ গৃহীত হবে।

সর্বশেষ খবর