মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও সব দলের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসির। একপেশে নির্বাচনের চেষ্টা করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। একটি আদর্শিক পরিবর্তন ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, সন্ত্রাস, কালো  টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর