শিরোনাম
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
লালমনিরহাট

হেভিওয়েট পাঁচ প্রার্থীর কত সম্পদ

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

লালমনিরহাট জেলায় বৈধ ২০ জন প্রার্থীর মধ্যে পাঁচজন হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হলফনামায় উল্লেখ করেন তার শিক্ষাগত যোগ্যতা এম এ। তার বিরুদ্ধে ১৮টি রাজনৈতিক মামলা রয়েছে। দুইটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। পেশা শিক্ষকতা ও ব্যবসা।

হলফনামায় গৃহ সম্পত্তি, মত্স্য চাষ ও পারিতোষিক ভাতাকে আয় হিসেবে দেখিয়েছেন দুলু। এসব খাত থেকে বছরে আয় ১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৪৯১ টাকা। অস্থাবর সম্পদ নগদ ৭৫ লাখ ৭৪ হাজার ৯১০ টাকা মূল্যের কয়েকটি গাড়ি, ১০ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ২০ দশমিক ৭৪ একর কৃষিজমি। রংপুরে দশমিক ৩২ একর ও লালমনিরহাটে দশমিক ৬৫ একর অকৃষি জমি। ঢাকার বনানীতে ৫ কাঠার একটি প্লট রয়েছে। মূল্য ৫৪ লাখ ৬৬ হাজার ১৫৪ টাকা। একই আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৭৩ লাখ ৯৪ হাজার ৪০৮ টাকা। স্থাবর ১১ দশমিক ৫০ শতাংশ জমিসহ সেমি পাকা বাড়ি, যার মূল্য ৬ লাখ ৩৮ হাজার টাকা। ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে চার তলা একটি বাড়ি আছে, যার মূল্য দেওয়া আছে ৬ লাখ ৬১ হাজার ৪১১ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩৪ লাখ ৪৫ হাজার ৮৫৫ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক (পাস), পেশা ব্যবসা। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ২৫ বিঘা কৃষিজমি। দশমিক ৭২ একর অকৃষি জমির মূল্য ৭ লাখ টাকা ও একটি দ্বিতল বাড়ি রয়েছে, যার মূল্য ৩০ লাখ টাকা। মত্স্য খামার ৩৫ বিঘা। একই আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হলফনামায় গৃহ সম্পত্তি, মত্স্য চাষ ও পারিতোষিক ভাতাকে আয় হিসেবে দেখিয়েছেন। এসব খাত থেকে বছরে তার আয় ২৭ লাখ ৫০ হাজার ৮৬০ টাকা। অস্থাবর সম্পদ নগদ ৫১ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা। ৮৫ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, ২৫ তোলা স্বর্ণ। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ৮ দশমিক ৫৮ একর কৃষিজমি, দশমিক ৭২ একর অকৃষি জমি ও একটি বাড়ি রয়েছে যার মূল্য ২৮ লাখ টাকা। তার হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, পেশা ব্যবসা। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা বিএসসি, পেশা ব্যবসা। বার্ষিক আয় ২৫ লাখ ৭৩ হাজার ৬০৪ টাকা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর