বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জকে সন্তানের মতো ভালোবাসি

——— শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) গতকাল ফতুল্লায় উঠান বৈঠক করার সময় এক যুবকের মন্তব্যের জবাবে বলেন, ‘নারায়ণগঞ্জকে ভালোবাসি আমার সন্তানের মতোই। তাই তার উন্নয়নে কিছু করতে চাই।’ তিনি জানান, এ পর্যন্ত তার উদ্যোগে ৭৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। তবু তার মন ভরেনি। আরও উন্নয়ন চান তিনি। বলেন, ‘এই নারায়ণগঞ্জকে সারা দেশের সামনে মডেল হিসেবে দাঁড় করাতে হবে ইনশাল্লাহ।’ শামীম ওসমান গতকাল সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ১, ২ ও  ৩ নং ওয়ার্ডের শাসনগাঁও মোল্লাবাড়ি ও নয়াবাজার এলাকায় উঠান বৈঠক করেন। তার সঙ্গে ছিলেন, সাফায়েত আলম সানি, মিজানুর রহমান সুজন, সালাউদ্দিন আহাম্মেদ, আসাদুজ্জামান, এম শওকত আলী, শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, শাহ নিজাম, এহসানুল হাসান নিপু, মামুন আহাম্মেদ ইমন, আফজাল হোসাইন প্রমুখ।

শাসনগাঁও উঠান বৈঠকে যুবকটি সংসদ সদস্যের ইতিবাচক অবদানের বর্ণনা দিয়ে বলেন, আপনি কোন দলের তা জানতে চাই না। জানার দরকারও নেই। আমরা দেখেছি আপনি অক্লান্ত চেষ্টায় নারায়ণগঞ্জকে উন্নত করেছেন এবং আশা করি আগামী দিনেও করবেন। আপনাকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে আমরা ধন্য। এ সময় বৈঠকের শ্রোতারা করতালি দিতে চাইলে শামীম ওসমান থামিয়ে দিয়ে বলেন, যা করছেন তা তিনি বাবা যে রকম সন্তানের জন্য করেন সেভাবেই করছেন। যুবকের উদ্দেশে তিনি বলেন, তোমায় এক মহিলার কথা বলি ভাই, যিনি পিতা-মাতা ভাই-বোন সব হারিয়েছেন। এই যে তার অপরিসীম দুঃখ তা তিনি কখন ভুলে যান? যখন দেখেন, এ দেশের মানুষ তার মহান পিতার স্বপ্নের উন্নয়ন বাস্তবায়ন উপভোগ করছে তখন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর