শিরোনাম
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির চার হেভিওয়েটের প্রার্থিতা নাকচ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যাংক ঋণ, বিদ্যুৎ বিল বকেয়া ও মামলার কারণে চট্টগ্রামে বিএনপির আলোচিত হেভিওয়েট চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন— চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম-২  (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রিটার্নিং অফিসারের বিবেচনা সাপেক্ষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক পর্যায়ে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনও যদি ওই প্রার্থীর আবেদন বাতিল করে দেয় তাহলে তিনি হাই কোর্টে যেতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীর পক্ষে হাই কোর্ট রায় দিলে ওই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর