শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আস্থাহীনতার সংকটে পড়ছে নির্বাচন কমিশন

—বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টির যে উদ্যোগ নেওয়া দরকার ছিল তা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি ইসির পক্ষ থেকে। অতীতে সিটি করপোরেশন নির্বাচনে ইসি নিয়ে জনমনে যে অনাস্থা তৈরি হয়েছিল তা দূর তো হয়নি বরং ক্রমাগত কমিশন আস্থাহীনতার সংকটে পড়ছে। গতকাল পুরানা পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক    মো. শাহ আলম। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারি দল ও মহাজোট একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে চললেও নির্বাচন কমিশন কিছুই দেখছেন না। সারা দেশের মানুষের মনে এখনো শঙ্কা আদৌ নির্বাচন হবে কী? নির্বাচন হলে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে তো মানুষ? ভোটের ফলাফল ঠিকভাবে প্রকাশিত হবে তো? কেন এ শঙ্কা? কারণ বাংলাদেশের মানুষের অতীত অভিজ্ঞতা খুবই তিক্ত। বিগত দিনে যে ১০টি নির্বাচন হয়েছে তার ৬টি দলীয় সরকারের অধীনে হয়েছে একটিতেও ক্ষমতার পরিবর্তন হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর