রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে

গোলটেবিলে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে ভোটের লড়াই হবে। আমরা যদি দেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে চাই, ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চাই, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চাই, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে হবে।’ তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়, সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়, ধর্মনিরপেক্ষতা লাভ করে, দেশকে শান্তি ও সম্প্রীতির দিকে নিয়ে যায়, সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে থাকে। বক্তারা বলেন, ২০০১ ও ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াত দেশে যে তাণ্ডব চালিয়েছিল তা কখনো ভোলার নয়। তাই ওই অপশক্তির চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বিশেষ করে দেশ ও জনগণের স্বার্থে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পথ হারাবে না বাংলাদেশ : আসন্ন জাতীয় নির্বাচন ও ধর্মীয় সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়। নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) এ কে মোহাম্মাদ আলী শিকদার, বৌদ্ধ মন্দিরের সভাপতি শুদ্ধানন্দ মহাথের, সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, বুদ্ধিস্ট ফেডারেশনের সদস্য অশোক বড়ুয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এ জোট ক্ষমতায় থাকলে দেশকে শান্তি ও সম্প্রীতির দিকে নিয়ে যায়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন থাকে, দেশের উন্নয়ন হয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে। ২০০১ ও ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াত দেশে যে তাণ্ডব চালিয়েছিল তা কখনো ভোলার নয়।

 তাই ওই অপশক্তির চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) এ কে মোহাম্মাদ আলী শিকদার বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই হবে। আমরা যদি দেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে চাই, ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চাই, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চাই তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে হবে। ওরা (বিএনপি-জামায়াত) নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করবে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর