রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় ইভিএম প্রদর্শনী শুরু চলবে ভোটের আগ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আগামী সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে ইভিএম প্রদর্শনী শুরু হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রদর্শনী চলবে।

গতকাল খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রাথমিকভাবে ২২ নম্বর ওয়ার্ডের খুলনা জেলা স্কুল, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হানিফ কেরাতুল কোরআন মাদ্রাসা ও ফাতেমা ম্যধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে। ১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ১৫৭টি কেন্দ্রে ইভিএম প্রদশর্নীর আয়োজন করা হবে। জেলা প্রশাসক বলেন, ইভিএম নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে সব প্রশ্ন আছে তা এই প্রদর্শনীর মাধ্যমে দূর হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. মাজহারুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর