রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হজের খরচ বাড়ছে ২৫ হাজার টাকা

মোস্তফা কাজল

পবিত্র হজ পালনে আগামী বছর (২০১৯) প্রায় ২৫ হাজার টাকা বাড়ছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষরিত হবে আগামী ১৩ ডিসেম্বর। আজ ধর্ম মন্ত্রণালয়ে খসড়া চুক্তির বিষয়ে উচ্চ পর্যায়ের সভা ডাকা হয়েছে। যেসব ব্যক্তি হজে যেতে ইচ্ছুক তাদের বেশি টাকা গুনতে হবে।  ২০১৮ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে  যেতে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা লেগেছিল। অপর দিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ছিল ৩ লাখ ৩২ হাজার ৩৬৮ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের সৌদি হজ চুক্তির খসড়ায় বলা হয়েছে, হজের ব্যয় বেড়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহন খাতে গত বছরের তুলনায় ৬৩৫ রিয়াল বেশি ধরা হয়েছে। এ ছাড়া ট্রেনের খরচ বাবদ ১৫৭ রিয়াল বেশি ধরা হয়েছে। এ দুই খাতে প্রায় ৮০০ রিয়াল বেশি লাগবে। এসবের সঙ্গে রয়েছে আরও আনুষঙ্গিক ব্যয়। গত ৬ ডিসেম্বর সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় হজ চুক্তির খসড়া বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে পাঠিয়েছে।  সৌদি আরবে পরিবহন ও আবাসন খরচসহ অন্যান্য ব্যয় বাড়ায় ২০১৯ সালে এ খরচ বাড়ছে। আগামী ১৩ ডিসেম্বর দেশটির সঙ্গে হজ চুক্তি সম্পন্ন করবে বাংলাদেশ। এরপর বাংলাদেশের জন্য কত সংখ্যক  কোটা বরাদ্দ থাকবে ও কত টাকায় ন্যূনতম হজ প্যাকেজ হবে তা জানা যাবে। ধর্মসচিব মো. আনিছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আসন্ন হজ  মৌসুমে খরচ বাড়বে। গত বছর জেদ্দা থেকে মক্কা, মদিনা, আরাফা, মিনা ও মুজদালিফাতে পরিবহনে যাতায়াত ভাড়া ছিল ৪৯৫ রিয়াল। এটি আগামী বছর বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ দাঁড়াবে এক হাজার ১৩০ রিয়াল। সরকারি হজযাত্রীরা যারা ট্রেনে যেতেন, তাদের প্রতিজনের টিকিট মূল্য ছিল ২৬৩ রিয়াল। আগামীতে তা বৃদ্ধি পেয়ে ৪২০ রিয়াল হবে এমন তথ্য জানা গেছে। এ ছাড়া অন্যান্য কিছু ক্ষেত্রেও ব্যয় বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর