সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভ্যাট আয়ে বাংলাদেশে বিপ্লব

রুহুল আমিন রাসেল

ভ্যাট আয়ে বিপ্লব ঘটেছে বাংলাদেশে। এক দশকের ভ্যাট আয়ে এ চিত্র ধরা পড়েছে। এ সময়ে ২১ হাজার ৭৬২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮৯৪ কোটি টাকা। চলতি অর্থবছরে ভ্যাট আয়ের টার্গেট এক লাখ ১০ হাজার কোটি টাকা। এই প্রবৃদ্ধির পেছনে সরকারের রাজনৈতিক নির্দেশনা ও প্রচেষ্টার বিষয়টিকে মূল্যায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ জাতীয় ভ্যাট দিবস-২০১৮ কে সামনে রেখে গতকাল এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইনের প্রকল্প পরিচালক রেজাউল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের উন্নয়ন বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ছে। তবে মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধির সঙ্গে রাজস্ব প্রবৃদ্ধি তুলনামূলক কম। এই অসঙ্গতি দূর করতে ভ্যাট প্রদান ব্যবস্থার অটোমেশন করা হচ্ছে। এগুলো সম্ভব হলে- ভ্যাট আয়ে আগামী তিন বছরে ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তথ্যমতে, চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের যে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে ভ্যাট হিসেবে আসবে এক লাখ ১০ হাজার কোটি টাকা। যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ। আর গত ২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি টাকার যে রাজস্ব আয় হয়েছে, তার মধ্যে ভ্যাট হিসেবে এসেছে ৭৮ হাজার ৮৯৪ কোটি টাকা।

আজকের কর্মসূচি : ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৮ পালন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হলো— ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

সর্বশেষ খবর