মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংস্কৃতিক অঙ্গনের যোগ্যরা মনোনয়ন পায়নি

—— গাজী মাজহারুল আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

সাংস্কৃতিক অঙ্গনের যোগ্যরা মনোনয়ন পায়নি

সাংস্কৃতিক অঙ্গনের যোগ্য লোকজন ধানের শীষের মনোনয়ন পায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গীতিকার ও সুরকার চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। তিনি বলেন, আমি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করতে চাইনি। চাইলে হয়তো পেতামও। তবে বিএনপিতে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন যোগ্য নেতা     রয়েছেন, যাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া যেত। কিন্তু তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আমি দুঃখিত। ভবিষ্যতে যেন এ ব্যাপারে বিএনপি উদার মনোভাব পোষণ করে সেই প্রত্যাশা করি। কারণ, শিল্পীরা কোনো কিছু পাওয়ার জন্য নয়, তৃপ্তের জন্য রাজনীতি করে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি বলেন, এ নিয়ে এখন বেশি কিছু বলারও নেই। কারণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন জেলে। তবে বিএনপি নেতাদের বলব, ভবিষ্যতে যেন সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও নির্বাচনে অংশ নেওয়া সুযোগ পায় সেদিকে দৃষ্টি দেওয়া জরুরি। তিনি বলেন, আমি শিল্পীদের জন্য বলেছিলাম। কিন্তু তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। ভবিষ্যতে যেন এ বিষয়টি বিএনপি দৃষ্টি দেয় সে ব্যাপারে বিএনপির কাছে অনুরোধ জানাব। রাজনীতির সঙ্গে সংস্কৃতির একটি যোগসাজশ আছে। মুক্তিযুদ্ধের সময় এটা দেখা গেছে। এ জন্য রাজনীতিবিদ বিশেষ করে ভবিষ্যতে যেন শিল্পীদের ব্যাপারে নমনীয় হয় সেটাই প্রত্যাশা। বেবি নাজনীন, মনির খান কিংবা হেলাল খান তারা একদিকে যেমন শিল্পী আরেকদিকে রাজনীতিতেও তাদের সক্রিয় ভূমিকা ছিল। তারা মনোনয়ন পাওয়ার মতো যোগ্যও। তাদের দেওয়া হয়নি। আমি দুঃখিত।

 

সর্বশেষ খবর